Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

১। ইবেতাদায়ী, মাধ্যমিক ও দাখিল স্তরের বিনামূল্যে বই বিতরন।

২। সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন।

৩। উপবৃত্তি আবেদন গ্রহন এবং ব্যাংক হিসাব খোলা।

৪। বিদ্যালয়ে ২টি এবং মাদ্রাসার ১টি ক্লাস্টারে ভাগ করে ক্লাস্টার সভা করা।

৫। বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সুপারভিশন প্রতি মাসে ১০টি বিস্তারিত ও ৫টি সংক্ষিপ্ত।

৬। প্রথম সাময়িক পরীক্ষা গ্রহণ।

৭। উপবৃত্তি বিতরন (মাধ্যমিক ও কলেজ) ও বিতরণ ও হিসাব প্রেরণ।

৮। দ্বিতীয় সাময়িক পরীক্ষা গ্রহণ।

৯। ৮ম শ্রেণীর সমাপনী পরীক্ষার দায়িত্ব পালন।

১০। এসএসসি/দাখিল নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালন।

১১। বার্ষিক পরীক্ষা গ্রহণ।

১২। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম সংক্রান্ত তদন্ত।

১৩। শিক্ষক/ কর্মচারী নিয়োগ।

১৪। এসএমসি/ গভর্নিং বডির নির্বাচন ( স্কুল, কলেজ ও মাদ্রাসা)

১৫। TQT-SEP প্রকল্প কর্তৃক বিভিন্ন মেয়াদে শিক্ষক ও ‍SMC সদস্য প্রশিক্ষণ, SESDP কর্তক SBA, SPBM,STC সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কার্যক্রম তদারকী

১৬। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শাখা খোলার নিমিত্তে পরিদর্শন কার্যক্রম সম্পাদন।

১৭। বেসরকারী স্কুর, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিব সহ-সভাপতি/শিক্ষানুরাগী সদস্যের দায়িত্ব পালন।

১৮। কামিল/ফাজিল মাদ্রাসার গভনিং বডির ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় কর্তৃক মনোনীত শিক্ষানুরাগী সদস্যের দায়িত্ব পালন।

১৯। বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রদান।

২০। শিক্ষা মন্ত্রণালয় ও ইহার আওতাধীন বিভিন্ন কার্যালয় কর্তৃক অর্পিত দায়িত্ব পালন।